ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

পটুয়াখালীর বাউফলে দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। এ সময় মেসার্স আবিদ-আমিনা ব্রিকস এবং স্টার ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ ও ইটভাটার আংশিক ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেলে ওই অভিযান চালানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলার বগা ইউনিয়নের বগা লঞ্চঘাট এলাকায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের মেসার্স আবিদ-আমিনা ব্রিকস নামের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এসময় ইটভাটার আংশিক ভেঙ্গে দেয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর এলাকায় স্টার ব্রিকসে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বগা লঞ্চঘাট এলাকায় হাওলাদার ব্রিকস নামে একটি ইটভাটা স্থাপণ করলে ২০১৮ সালে উচ্চ আদালত ওই অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা করেন। উচ্চ আদালতের বিচারক দস্তগির হোসেন ও আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চ ওই রায় দেন। পরে হাওলাদার ব্রিকসের নাম পরিবর্তন করে মেসার্স আবিদ-আমিনা নাম দিয়ে ইটভাটা নির্মাণ করে ইট তৈরী করে আসছিলেন।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আবিদ-আমিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ইটভাটার আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে। একই ধরণের অভিযোগে স্টার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এএজেড
