এএসপিসহ ১৩ পুলিশের ব্যবস্থা গ্রহণের সুপারিশ

বরগুনায় ছাত্রলীগের ওপর পুলিশের বেধড়ক লাঠিপেটার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। সোমবার (২২ আগস্ট) বিকেলে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, রবিবার (২১ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা জানালে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এমপির সাথে তর্কে জড়ান। পরবর্তীতে এমপির উপস্থিতিতেই ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার করে প্রথমে বরিশাল রেঞ্চে এবং পরে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয় এবং ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এএজেড
