একই সময়ে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বরগুনার তালতলীতে একই সময় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ সমাবেশ এবং শোক দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ আগস্ট) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সোমবার বিকাল ৩টায় ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। দলটির আহ্বায়ক কমিটির পদবঞ্চিত নেতা-কর্মীরাও তালতলী বন্দরের হাইস্কুল রোডের বটতলা মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দেয়। এ ছাড়া বগী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, আজ সোমবার দুপুর ১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও হাইস্কুল রোড এবং বটতলা মোড়সহ তালতলী বাজার এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
এসজি/
