কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহাবুবুর রহমান পারভেজ (২৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ আগস্ট) নিখোঁজের ৩ ঘণ্টা পর বিকাল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল নেমে নিখোঁজ হন তিনি। নিহত পারভেজ ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটায় চার বন্ধু ঘুরতে আসেন। সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। এরপর দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যান পারভেজ ও আমির। পরে তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসেন। আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
এসজি/
