স্থায়ী কর্মসংস্থান পেলেন প্রতিবন্ধী মনির

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইস এলাকার শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ মনির। অন্যের সহায়তায় কোনোমতে মা-বাবা ও স্ত্রী-সন্তানদের নিয়ে জীবনযাপন করছিলেন তিনি। একটি স্থায়ী কর্মসংস্থানের প্রয়োজন ছিল তার। অবশেষে তা পূরণ হলো।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে মালামালসহ মনিরকে একটি দোকান বুঝিয়ে দেওয়া হয়।
মালামালসহ দোকানটি মনিরের হাতে তুলে দেন বরগুনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার ছোট মেয়ে ব্যারিস্টার হাচছানা নাদিরা সবুর।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলতানা নাদিরা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল সিকদার প্রমুখ।
সংসদ সদস্য সুলতানা নাদিরা জানান, তার ছোট মেয়ে ব্যক্তিগত অর্থায়নে মনিরের জন্য মালামালসহ দোকান করে দিয়েছে। এর আগেও ৩০টি অসহায় পরিবারকে দোকান দেওয়া হয়েছে।
দোকান উপহার দেওয়ার সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং সংসদ সদস্য নাদিরার ছোট ভাই টিংকু ও প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
এসজি/
