সিরিজ বোমা হামলা সাধারণ কোন ঘটনা নয়
ভোলা জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেছেন, ২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এতে বিএনপির সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে চেয়েছে। তাদের ভূমিকাই প্রমাণ করে, বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি।
বুধবার সকালে ভোলায় সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ভোলার বাংলাস্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচন করতে হবে। বাংলাদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরও উঁচু করে দিয়েছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, এ ছারাও উপজেলা, পৌর আওয়ামিলীগ, ছাত্রলীগসহ সকল অংগসংগঠনের আওয়ামী নেতাকর্মীরা।
এএজেড