সিঁদ কেটে শিশু চুরির ১৭ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফলে সিঁদ কেটে শিশু চুরির ১৭ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুচোর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট) বিকাল ৪টার দিকে বাকেরগঞ্জের পাটকাঠী খেয়াঘাটের দক্ষিণ পাড় থেকে জাকিরকে আটক করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারাখানা গ্রাম থেকে শিশুটিকে চুরি করেন জাকির।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের হাবিবুর রহমান তার ছেলে রিসানকে (৬) নিয়ে শ্বশুর কুদ্দুস আকনের বাড়িতে বসবাস করেন। শনিবার রাত ১১টার দিকে কুদ্দুস আকনের ঘরের সিঁদ কেটে ছেলে রিসান ও তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করেন জাকির হোসেন।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার বাজেমহল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হালিম।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঢাকাপ্রকাশ-কে জানান, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুচোর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএন
