ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
ছবি: সংগৃহীত
বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব জন্য অপেক্ষা করে থাকেন। আজ বেলতলায় দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় সেই দুর্গোৎসব। এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তরা আসতে শুরু করেছেন। ভক্তদের বাসনা পৃথিবী থেকে সব অশুভ বিনাশ করে শান্তির বার্তা দিবেন দুর্গতিনাশিনী। মর্তলোকে দোলনায় আগমনের পর হাতির পিঠে চড়ে রোববার দশমীর বিজয়যাত্রার মাধ্যমে কৈলাসে স্বামীর সংসারে ফিরে যাবেন দশভুজা দুর্গা।
মাদারীপুরের ৫টি উপজেলায় ৪২৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় অনুষ্ঠান। এরমধ্যে রাজৈর উপজেলায় পূজা মণ্ডপের সংখ্যা আড়াইশ’। উৎসব শান্তিপূর্ণ করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দাস জানান, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি করা হয়েছে, যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইদুজ্জামান জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। থানা পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশ। রয়েছে ট্রাফিক ব্যবস্থাও। এছাড়া জেলা পুলিশের কন্টোলরুম থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দর্শনার্থীর নিরাপত্তা ও পূজা সম্পন্ন করতে কোথাও কোন কমতি নেই।