রাজধানীতে তাজিয়া মিছিল শুরু
রাজধানীতে তাজিয়া মিছিল। ছবি: সংগৃহীত
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারও মানুষ অংশ নিয়েছেন।
পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে।
এ সময় চোখে শুরমা, মুখে মার্সিয়া (শোকের স্লোগান) গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করেন রাজধানীসহ আশপাশের শিয়া মুসলমানরা। এ সময় ঢাকাসহ এর আশপাশ থেকে অনেক ভক্তকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
শোক মিছিলের নিরাপত্তায় সামনে-পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
তাজিয়া মিছিলে যেসব তরুণ অংশ নিয়েছেন, তাদের প্রায় সবার হাতেই কালো কাপড় দিয়ে মোড়া বাঁশের লাঠি। লাঠির অগ্রভাবে তরবারিসহ নানা প্রতীক ও পতাকা। মিছিলে অংশ নেওয়া শত শত মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা ডান হাত বুকে চাপিয়ে মাতম করছেন।
মিছিল পরিচালনা কমিটির আহ্বায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, আশুরা উপলক্ষে সবার ঘরে ঘরে শান্তি ফিরুক। কারবালার প্রকৃত শিক্ষা যেন আমরা বুকে ধারণ করতে পারি সেই কামনা করি। এবার আমাদের শোক মিছিলের মাধ্যমে শান্তির বার্তা দিতে চাই।
তিনি আরও বলেন, মিছিলে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে। তারা আমাদের মিছিলের সামনে পেছনে থাকবে। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করতে চাই।
এর আগে ভোর থেকে ভক্তরা হোসেনি দালানে ভিড় জমান। সেখানে এসে নামাজ, জিয়ারতসহ ধর্মীয় কর্ম সম্পাদন করেন।