পবিত্র জুমাতুল বিদা আজ
আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। রমজানের শেষ শুক্রবার মুসলিম বিশ্বে জুমাতুল বিদা বা বিদায়ী জুমা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। আর জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা।
জুমাতুল বিদা মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র দিন। জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজান মাসকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। পবিত্র এই দিনটি রোজাদারদের স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এই চেয়ে ভালো দিন আর পাওয়া যাবে না।
অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মুসলমানদের জন্য অনন্য মর্যাদার। আর রমজানের শুক্রবারের মর্যাদা আরও বেশি। রমজানের শেষ জুমাবারটি তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে মসজিদে মসজিদে রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। এই দিনে জুমার নামাজের পর তার উম্মতরাও নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেন। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন।
এসজি