নিবন্ধনের জন্য ২৫ এপ্রিল সুযোগ পাবেন হজযাত্রীরা
হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে হজের নিবন্ধনের জন্য আগামী ২৫ এপ্রিল সার্ভার খুলে দেওয়া হবে। ওই দিন চলতি বছর হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন নিয়ে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর গত ১৬ এপ্রিলের পত্র ও সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের জন্য নিবন্ধন সার্ভার আগামী ২৫ এপ্রিল একদিনের জন্য উন্মুক্ত থাকবে।
এতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কোনোক্রমেই আর সময় বাড়ানো যাবে না।
আগামী ২৫ এপ্রিল হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্যও অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আট দফা সময় বাড়ানোর পর সর্বশেষ গত ১১ এপ্রিল হজের নিবন্ধনের সময় শেষ হয়। কিন্তু কোটাপূরণে ৭ হাজার ৫০৩ জন হজযাত্রীর নিবন্ধন এখনও বাকি আছে। হজের খরচ অত্যাধিক বেড়ে যাওয়ায় এবার বারবার সময় বাড়িয়েও কোটাপূরণ করা যায়নি।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
এনএইচবি/এএস