আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিম।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রশিদ মুহাম্মদ আল মাকতুম।
প্রতিযোগিতায় বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তাকরিম। ইথিওপিয়ার আব্বাস হাদি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।
হাফেজ সালেহ আহমেদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের হাফেজ আবদুর রহমানের ছেলে। তার বাবা মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী। তাকরিম ঢাকার মারকাজুল ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র।
তাকরিম এর আগেও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।
এসজি
