যুক্তরাজ্যে রোজা শুরু বৃহস্পতিবার
যুক্তরাজ্যে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ বিভিন্ন শহরের মসজিদগুলোতে বুধবার (২২ মার্চ) প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। মসজিদে মসজিদে তারাবির নামাজের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মসজিদুল উম্মাহ লুটনের ইমাম ও খতিব এম নুরুর রহমান বলেন, আমাদের তারাবির নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার তারাবির নামাজ এবং বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। লন্ডনসহ যুক্তরাজ্যের অধিকাংশ মসজিদে দুই দফা তারাবি নামাজের আয়োজন করা হয়েছে।
লন্ডনে বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থী নূর মোহাম্মদ স্বজন বলেন, এবছর প্রথমবারের মতো আত্মীয়স্বজন ছাড়া দেশের বাইরে রমজান পালন করব, একটু খারাপ লাগবে। তবে এখানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রমজান শুরু হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে যুক্তরাজ্যে বৃহস্পতিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে।
এসজি