দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

দেশের কোথাও বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে দেশে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। এসময় চাঁদ দেখা কমিটির অন্য সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ মার্চ) দেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ২৪ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।
সাধারণত ইসলামী মাসগুলো ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু ও শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে। আজ চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে।
এসজি
