রমজানের মাসআলা-৩৫
ঈদের দিনের সুন্নাতসমূহ
২৯ শে রমজান ঈদের চাঁদ উঠেছে কি না তা দেখা সুন্নাত। এদিন চাঁদ না উঠলে ৩০শে রমজানও চাঁদ দেখা সুন্নাত। যদিও এদিন চাঁদ দেখা না গেলেও পরদিন ১লা শাউওয়াল তথা ঈদুল ফিতর হবে।
ঈদের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। ঈদের রাত হলো ইবাদাতের বিশেষ রাতগুলোর অন্যতম; তাই ঈদের রাতে বেশি বেশি নফল ইবাদাত বন্দেগীতে মশগুল থাকা। পূর্বেই শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা; হাত পায়ের নখ কাটা, গোঁফ ছোট করা। সকালে গোসল করা। সকালে মিষ্টান্ন গ্রহণ করা। নতুন পোশাক বা সাধ্য ও সামর্থ অনুযায়ী সুন্দর ও উত্তম ইসলামী সুন্নতী লেবাস পোশাক পরিধান করা।
সদকাতুল ফিতর আদায় করা (পূর্বে আদায় করলেও হবে)। পুরুষরা ও ছেলেরা ঈদের মাঠে যাওয়া ও ঈদের জামাতে শামিল হওয়া এবং খুৎবাহ শোনা। সম্ভব হলে ঈদগাহে এক পথে যাওয়া ও অন্য পথে ফিরে আসা। ঈদের মাঠে যাওয়া আসার পথে আস্তে আস্তে তাকবীর বলা। স্থানীয় কবর ও আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা। একে অন্যকে আপ্যায়ন করানো ইত্যাদি। (দৈনন্দিন জীবনে ইসলাম; আল ফিকহুল ইসলামী)।
অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম-মহাসচিব: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি
সহকারী অধ্যাপক: আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম