রমজানের মাসআলা-৩৪
ইতিকাফকারী যেসব কাজে মসজিদ থেকে বের হতে পারবেন
ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী প্রাকৃতিক প্রয়োজনে (তথা-অজু ইস্তিঞ্জা প্রস্রাব-পায়খানা, ফরজ গোসল) মসজিদের বাইরে যেতে পারবেন।
এ ছাড়া খাবার আনার লোক না থাকলে; খাবার আনার জন্য মসজিদের বাইরে যেতে পারবেন এবং দ্রুততম সময়ে প্রয়োজন সেরে ফিরে আসবেন। তবে মসজিদের বাইরে কারো সঙ্গে কথাবার্তা বা সালাম বিনিময় করতে পারবেন না; প্রয়োজনে তা ইশারা ইঙ্গিতে সারতে হবে। (আল ফিকহুল ইসলামী)।
অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম-মহাসচিব: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি
সহকারী অধ্যাপক: আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম