হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ বিষয়ে সরকারি নির্দেশনা

২০২২ সনের হজযাত্রীদের পাসপোর্টের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত থাকার কথা বলা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৩ হিজরির (২০২২ সাল) সনের হজ মৌসুমে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের পাসপোর্ট মেয়াদ যাচাই করে কমপক্ষে ৪ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত মেয়াদযুক্ত পাসপোর্ট প্রস্তুত রাখতে হবে।
যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট করতে হবে তাদের জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে হবে।
এনএইচবি/আরএ/
