রমজানের মাসআলা-৩০
ইতিকাফ অবস্থায় আদালতে হাজিরা দেওয়া

কোনো ইতিকাফকারীর যদি রমজানের শেষ দশকে মামলার হাজিরার তারিখ থাকে এবং উক্ত তারিখে তার আদালতে উপস্থিতি জরুরি হয়, তাহলে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবেন, এতে গুনাহ হবে না। তবে সুন্নাত ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই ইতিকাফ পরে কাজা আদায় করতে হবে।
ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মাদ (র.) এর মতানুসারে অর্ধ দিনের কম সময় মসজিদের বাইরে অবস্থান করলে ইতিকাফ ভঙ্গ হয় না। সুতরাং মামলা মোকদ্দমা এবং এ জাতীয় বাধ্যতামূলক জরুরি অবস্থায় উক্ত মাসআলার উপর আমল করার বিষয়টি বিশেষ বিবেচনা করা যেতে পারে। (মারাকিউল ফালাহ, পৃষ্ঠা: ৪০৯; ফাতাওয়া রহীমিয়া, খণ্ড-৫, পৃষ্ঠা: ২১১)
এসএ/
