রমজানের মাসআলা-২৯
টাকা দিয়ে বা ভাড়াটিয়া লোক দিয়ে ইতিকাফ করানো

আজকাল কোনো কোনো মসজিদে দেখা যায় ইমাম, মুয়াজ্জিন, খাদিমরা ইতিকাফ করছেন না; মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যরাও ইতিকাফ করছেন না; এমনকি স্থানীয় মুসল্লিদের কেউই ইতিকাফ করছেন না; বরং ভাড়াটিয়া কাউকে এনে কিছু টাকা পয়সা দিয়ে ইতিকাফ করান। এতে ইতিকাফের লক্ষ্য অর্জন হয় না।
এটি আত্মপ্রতারণা ও প্রবঞ্চনার শামিল। হ্যাঁ, যে কেউ যে কোনো মসজিদে ইতিকাফ করতে পারেন এবং যে কাউকে যে কেউ হাদিয়া বা উপঢৌকন দিতে পারেন। একজন পরহেজগার লোককে সম্মানিত করা বা সহযোগিতা করাতে দোষ নেই; কিন্তু এটি যেন ইবাদতের উদ্দেশ্যকে ব্যাহত না করে। (মাজমুআ ফাতাওয়া)
এসএ/
