রমজানের মাসআলা-২৫
সুন্নাত, নফল ও ওয়াজিব ইতিকাফ

রমজানের শেষ দশক ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদাহ কিফায়াহ। এর কম যে কোনো পরিমাণ সময় ইতিকাফ করলে তা নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। নফল ইতিকাফও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল; তাই সম্পূর্ণ সুন্নাত ইতিকাফ পালন করতে না পারলে যতদূর সম্ভব নফল ইতিকাফ করাও গুরুত্বপূর্ণ।
নফল ইতিকাফ বছরের যে কোনো সময়ই করা যায়। ইতিকাফের জন্য রোজা শর্ত; কিন্তু রমজানের বাইরে স্বল্প সময় (একদিনের কম সময়) ইতিকাফ করলে তার জন্য রোজার শর্ত নয়। পূর্ণদিবস ইতিকাফের জন্য রোজা শর্ত।
নফল ইতিকাফ মান্নত করলে বা আরম্ভ করে ছেড়ে দিলে, তা পূর্ণ করা ওয়াজিব। এর জন্যও রোজা শর্ত এবং এটি একদিন (চব্বিশ ঘণ্টা) এর কমে হবে না। (মাজমুআ ফাতাওয়া)
এসএ/
