রমজানের প্রস্তুতি নিন এখনই
অশেষ বরকতের রমজান মাস শুরুর আগেই এর পূর্ব প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এ প্রস্তুতির মানে খাবারের বিশাল সমাহার সংগ্রহের প্রস্তুতি নয়; বরং আত্মিকভাবে নিজেকে প্রস্তুত করাই মূল কথা। অথচ দুঃখজনক হলেও সত্য, অনেকেই আত্মিক প্রস্তুতি বাদ দিয়ে খাবার ও আয়েশের আয়োজনে বেশি মনোযোগী।
মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রমজানের যাবতীয় কল্যাণ পেতে হলে এখন থেকেই পরিপূর্ণ আত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজরত মুয়াল্লা ইবনে ফজল (রা.) বলেন, ‘সালাফে সালেহিনগণ রমজানের ৬ মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন–হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি ৬ মাস দোয়া করতেন–হে আল্লাহ! রমজানে যা আমল করেছি; তা আপনি কবুল করে নিন।’
রাসুলুল্লাহ (সা.) বলেন, নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে; তবে সে আমল বা কাজ আল্লাহ তায়ালা পছন্দনীয় হিসেবে গ্রহণ করেন।’ (তাবারানি)
রমজানের ১৫টি পূর্বপ্রস্তুতি
১। তাওবাহ-ইসতেগফার করা
২। বেশি বেশি রমজান পাওয়ার আশা এবং নিয়ত করা
৩। রমজানের সব উপকারিতা স্মরণ করা
৪। খারাপ অভ্যাস থাকলে তা ত্যাগ করা
৫। মানসিক প্রতিজ্ঞা নেওয়া
৬। কাজা রোজা আদায় করা
৭। সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা
৮। ফরজ রোজার নিয়ম-কানুন জেনে নেওয়া
৯। বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা
১০। রমজানের মাসয়ালাগুলো পুনরায় দেখে নেওয়া
১১। শাবান মাসজুড়ে রমজানের মহড়া চালু রাখা
১২। রমজানের ২৪ ঘণ্টার রুটিন করা
১৩। রমজানের চাঁদের খেয়াল রাখা
১৪। বেশি বেশি দান সদকা করা
১৫। বেশি বেশি দোয়া করা
এসএ/