আরেফিন আজাদ এর কবিতা 'বৈশাখী মেলা'
বৈশাখী মেলাতে নিত্য নতুন সাজ,
বৈশাখী মেলাতে ঘুরতে যাবো আজ,
বৈশাখী মেলাতে উঠে হরেকরকম খেলনা,
দমটা বুঝি ফেটেই যায় -
যখন দোল দিয়ে দেয় নাগর দোলার দোলনা,
মেলায় কত্তো রকম খাবার আসে-
মুড়কি মোয়া গজা,
ছাচের মিঠাই খাগড়ায় আর পাপরে বিজায় মজা;
বৈশাখী মেলাতে,বৈকাল বেলাতে
লাঠি খেলায় এক ছন্দ ছড়িয়ে তোলে শব্দ,
লাঠির কৌশলে পালোয়ানে কে কাকে
করবে দেখ জব্দ ;
বৈশাখী মেলাতে,বট পাকড়ের তলাতে
বসে ভাব গান আর পালা গানের আসর,
গানে গানেই প্রশ্ন আর গানে গানেই উত্তর ;
বৈশাখী মেলাতে আজ সারাটা দিন ছুটি,
মেলায় খেলবো খেলা দল বেধেঁ সব জুটি ;
পহেলা বৈশাখের এই দিনে মনে জাগে
অনেক মজার স্মৃতি,
আজ পহেলা বৈশাখের এই দিনে-
অনেক রীতি ই শেখায় সংষ্কৃতি।
ডিএসএস/