আরেফিন আজাদ এর কবিতা "আমার ছেলে আজ"
তুমি কি দিন দিন আসলেই বখে যাচ্ছ খোকা?
কথার প্যাচে আমাকে কি করতে চাচ্ছ বোকা?
অনেক রাতে আসো বাসায় ফিরে ;
দেখ নাকি সন্ধ্যা নামার আগে পাখিগুলো
কীভাবে ফিরে আসে নীড়ে?
প্রতিদিনই তোমার নামে আসে অনেক -
অভিযোগ;
ঠিক মতো তুমি আমার সাথেও রাখো না - যোগাযোগ ;
মায়ের শাসন তুমি ভুলে গেছ আজ,
তুমি না কি অনেক ব্যস্ত হাতে অনেক কাজ ;
মোড়ের দোকানে এলোচুলে দাঁড়িয়ে দ্যাখাও- ফ্যাশান,
মেয়ে দেখলেই মুখে আওড়াও জারি সারি মুর্শিদি ভাসান;
ঠিক মতো যাও না স্কুল - কলেজে ;
তুমি না কি বিষধর সাপ কে পাড়ায় লেজে ;
তোমার কথায় উঠা বসা করে দশ-বিশ জন ছেলে ;
ছাড়িয়ে তুমি আনতে জানো ভুল করে পুলিশ তাদের নিলে জেলে;
সেদিন ও পাড়ার সাবিদের মেয়েকে কী যেন বলে দিয়েছিলে শিস,
সেই রাতেই মেয়েটা মরল খেয়ে বিষ।
আজ তোমার আছে অনেক চ্যালা ব্যালা সাঙ্গোপাঙ্গ,
ওরাই নাকি তোমার দেহের অঙ্গ প্রতঙ্গ।
যেদিন তোমার বোনটা শহর থেকে ফিরল কেদেঁ কেদেঁ,
তুমি দৌড়ে গিয়ে বললে,"বোন যে বলেছে কিছু তার ঠিকানাটা দে"।
কেন খোকা তোমার এতো ঠিকানা দরকার তার?
সে তো তোমার মতো- যে ভাবে না বোন ও রয়েছে আমার।
খোকা,তুমি যদি বদলে যেতে পারো আজ;
পত্রিকায় সুন্দর খবর ছাপা হবে বদলে যাবে এ সমাজ।
ডিএসএস/