মোস্তাফিজ জুয়েল এর কবিতা 'স্বাধীনতা মানে'
স্বাধীনতা মানে বজ্রকণ্ঠে
দেশের তরে ডাক
স্বাধীনতা মানে যুদ্ধে যাওয়া
প্রাণ গেলে যাক।
স্বাধীনতা মানে শেকল ভাঙা
শোষণ হতে মুক্তি
স্বাধীনতা মানে দেশের জন্য
ঐক্যবদ্ধ শক্তি।
স্বাধীনতা মানে হায়েনার থেকে
স্বদেশ ফিরিয়ে আনা
স্বাধীনতা মানে মাতৃভূমিকে
প্রাণের প্রিয় মানা।
স্বাধীনতা মানে সন্তান হারা
মা বাবার ক্রন্দন
স্বাধীনতা মানে যুদ্ধে হারানো
মায়ের সম্ভ্রম।
স্বাধীনতা মানে রবীন্দ্রনাথের
সোনার বাংলা গান
স্বাধীনতা মানে নজরুলের সুরে
বিপ্লবী হওয়া প্রাণ।
স্বাধীনতা মানে ক্রিকেটের মাঠে
বিজয়গাথার উল্লাস
স্বাধীনতা মানে মহাকাশে
বাংলা স্যাটেলাইটের বসবাস।
স্বাধীনতা মানে দেশের টাকায়
স্বদেশ গড়ে তোলা
স্বাধীনতা মানে তলাহীন ঝুড়ি
প্রবাদবাক্য ভোলা।
স্বাধীনতা মানে প্রতিটি ঘরে
বিজলী পৌঁছে যাওয়া
স্বাধীনতা মানে বিশ্বের বুকে
গৌরব ফিরে পাওয়া।
স্বাধীনতা মানে দেশে দেশে যাওয়া
বাংলাদেশের পণ্য
স্বাধীনতা মানে বিদেশি মূদ্রায়
অর্থনীতি ধন্য।
স্বাধীনতা মানে অলসতা নয়
প্রত্যেকে কাজ করা
স্বাধীনতা মানে সমাজ হতে
দূর করে দেওয়া জরা।
স্বাধীনতা মানে স্বাধীন স্বদেশ
৫০-এ পা দেওয়া
স্বাধীনতা মানে কাঁধে কাঁধ রেখে
বাংলার গান গাওয়া।
ডিএসএস/