শাহরিয়ার হোসাইন এর কবিতা ‘একবার যদি মানো’
কতটা জানো? যা হয়নি জানানো?
বুকে জমা কষ্টগুলো, না বলা কথার বাক্সে
নীলখামে মোড়ানো।
আমি তোমায় ভালোবাসি, একথা বলার নয়
ভাবভঙ্গি, ইশারায় অনুভবে বুঝতে হয়।
ভুল ক্রমে হয়তো শেষ, তা তোমার ফুরানো।
বিশ্বাসেরা মরে গেছে, অবিশ্বাসের আঘাতে
ভালোবাসি মানতে তাই, হৃদয় তোমার ব্যাঘাতে
তবুও, আমার ছায়ার আষ্ঠেপৃষ্ঠে, তোমার মায়া জড়ানো।
আঘাত ব্যাঘাত অবহেলা, যত পারো করো খেলা
শিরায় শিরায় উপশিরায়, আছো মিশে প্রতি বেলায়
মৃত্যু এসেও পারবে না, তোমায় আমায় ভুলানো।
যদি কিছু সত্য ধ্রুব হয়, ভালোবাসি তোমার অজানা নয়
একবার যদি ভালোবাসো, মুচকি হেসে কাছে ডাকো
মহাপ্রলয়ও ব্যর্থ হবে, আমায় তোমায় ছাড়ানো।
একবার যদি মানো, শুধু একবার কাছে টানো
অক্সিজেনে আগলে রাখবো, সারাজীবন ভালোবাসবো
অবাক চোখে দেখবে পৃথিবী, ভাববে প্রকৃতির ইচ্ছা এদের মিলানো।
শিক্ষার্থী, মিরপুর কলেজ।
ডিএসএস/