গোসল প্রসঙ্গ
প্রতীকী ছবি
-ভাই গোসল করেছেন?
-বলদ কোথাকার! শীতকালে কেউ গোসল করে? হা হা। বেকুবে ভরে গেল বিশ্ব।
-ভাই শেষবার গোসল করেছেন কবে?
-ফালতু জিনিস মনে রেখে ব্রেন নষ্ট করার কোনো মানে নেই।
-আজ গোসল করেছেন?
-অপশন দেন।
-অপশনতো নাই
-তাহলে জানিনা! পাস!
-গোসল করেছেন?
-দেখুন বিপ্লব থাকে হৃদয়ে, বিপ্লবের জন্য হিম্মত লাগে। যুদ্ধে সবাই যেতে পারে না, যারা যুদ্ধে যায় তাদের পিছুটান থাকে না। না প্রেমিকা, না মা, না পরিবার, না মায়া। বিপ্লবীদের মায়ার বাঁধনে আটকে থাকলে চলে না। বুকে আছে চে’র ছবি, তার উপরে সোয়েটার। একটি সুযোগ পেলে সব ধসিয়ে দিতে পারি। বিপ্লবের লাল পতাকা...এসো সবাই গোসলের ডাক দিই!
-ইয়ে গোসল করছেন কি না জিগাইছি
-আরে বুদ্ধু, সাহস করছি বইলাইতো বিপ্লব বিপ্লব করতাছি!
-ভাই গোসল করেছেন?
-বডি স্প্রে কিনছি।
-গোসল করেছেন?
-সাপ্তাহিক ছুটির দিন আসুক, পবিত্র একটা দিন!
-ভাই গোস......
-ওরে মা-রে পানি... শীত......ঠান্ডা! জ্বালো-জ্বালো... আগুন জ্বালো...
-ভাই গোসল করেছেন?
-ঘরে আগুন লাগছে, শীতের ভয়ে ফায়ার সার্ভিসে খবর দিই নাই, হে আইছে গোসলের কথা জিগাইতে- চুপচাপ নিজের কাম কর ব্যাটা খাটাশ।
-গোসল করেছেন আজ?
-গোসল কেন করতে হবে? আমি কি অপবিত্র?
-না মানে, ইয়ে সবাইতো করে।
-সবাই করলে করতে হবে, হুজুগে বাঙালি কোথাকার।
-ভাই গোসল করেছেন রিসেন্টলি?
-গোসল কী?
-যেটা গরমে দিনে দশবার করে, শীতে সপ্তাহে একবার করে সেটাই গোসল।
-তাইলে মনে হয় করি নাই। করলে মনে থাকত। আমার মেমরি আবার অত খারাপ না।
এসজি