ভালোবাসা
ভালোবাসা এক বিশ্বাসের নাম
ভালোবাসা হলে থাকে তারা জনম জনম
যদি ফাঁক থাকে, শ্বাসাঘাতে বুঝে যাবে,
একটুও ফাঁকি পাও তবে জানবে জীবনে;
ভালোবাসা কেবল দৈর্ঘ্য-প্রস্থের পানচাটিয়া নয়,
ভালোবাসা হলো সুখ-দুঃখের জনক-জননী
ভালোবাসা হলো, এক হৃদে একাট্টা হওয়ার মোকাম
একজনের অনুপস্থিতিতে অন্যজন অসহায়
এক কাপ চায়ে দুজনের চুমুক, এক বিস্কুটে সকাল-দুপুর, এক কাঁথায় শুভ সকাল
ভালোবাসা হলে সুখ পায় তারা, জানে ওরা
ভালোবাসলে নিরাময়ে রয় সকল অসুখ
বিদীর্ণ ব্যথায়, কাঁটার বিছানায় শুয়ে তারা পোষে সকল দুঃখের গীত
তবু তারা ছেড়ে যায় না, তারা ভালোবাসে;
তাই থেকে যায় সরল বিশ্বাসে, শেষ নিঃশ্বাসেও
ভালোবাসা এমনি এক বিশ্বাসের নাম
ভেঙোনা সুখে, ভুলোনা দুঃখে
ভালোবাসা এক শাদা বিশ্বাসের নাম
দুজনের একান্তরে বেঁচে থাকার বিশুদ্ধ মোকাম।
এসজি