বোকাকে বোকা বলুন, গরু নয়

আমরা অনেক সময় বোকা টাইপের মানুষকে গরু বা বলদ বলি কিন্তু ভাবুন তো, গরুর চেয়ে উপকারী কোনো প্রাণী থাকতে পারে কি?
মা সন্তানকে দুধ দেন মাত্র কয়েক মাস কিন্তু গরু আমাদের দুধ দেয় সারা বছর, সারা জীবন। আমরা যত ধরনের মিষ্টান্ন খাই, তার সবই গরুর দুধে তৈরি।
গরু শুধু দুধই দেয় না, আমাদের রসনা বিলাসে তৃপ্তি ভরে খাবার জন্য নিজের দেহটাও দান করে। আমাদের ফসল ফলানো, ফসল পরিবহন, সরিষার তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গরুর গোবর সার ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ তো গরুকে দেবতা হিসেবে মানে, তাদের অনেকেই গরুর গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করেন।
গরুর শিং, হাড় ও চামড়া দিয়ে আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি হয়। গরু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায়। গরুর কোনো অংশই ফেলনা নয়।
তবুও কেনো আমরা গরুকে ছোট করে দেখি? তাচ্ছিল্যসূচক বাক্যে কেন "গরু" শব্দটি ব্যবহার করি? এভাবে একটি প্রাণীকে অপমান কাম্য নয়!
বোকাকে বোকা বলুন, গরু নয়!
এসএন
