শীতের অবহেলা

শীত তুমি পৃথিবীজুড়ে পথ হাঁটো
অ্যান্টার্কটিকা থেকে আমেরিকা হয়ে বাংলাদেশে
ভারতের সীমান্তবর্তী নেত্রকোনার কলমাকান্দার পাতলাবনে
জলদস্যু থেকে হাতি স্যালুড দেয় তোমাকে
তোমার জন্য এত আয়োজন সকল সভ্যতার ইতিহাসে।
তুমি এত পথ হাঁটো, এত অভিজ্ঞতা ও কালজয়ী কুয়াশা আর বরফের আস্তরণ
মানব জীবন সংগ্রামের উপাখ্যান;
অথচ তুমি নেত্রকোনার আদিবাসী জনগোষ্ঠী গারো ভাই-বোনদের অনটন,
পানীয় পানির অভাব বোঝ না।
যে পুরো জাতি শিশুর মতো অবুঝ আজীবন
যারা জীবনে নিজের অধিকার চাইতে জানে না
তাদের জন্য কি তোমার এতটুকু দরদ নেই।
কেন তুমিও অবুঝ পাতলাবনের গারোদের মতো;
তোমার উলঙ্গ অবগাহন আর অন্ধকার দুর্জয় চলার গতিতে সবার মন উন্মুক্ত হোক,
বাঙালি জাতির পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে
অঙ্গীকারবদ্ধ হোক তাদের ক্ষমতার অচলায়তন।
এসজি
