তরুণ উদ্যোক্তা সানি ও সাদের সাফল্যের গল্প
তরুণরা দেশের সম্পদ, এটি সর্বজনস্বীকৃত, তবে বর্তমান সময়ে সকলে যখন চাকরির পিছু ছুটেন সেখানে নিজ ক্যাম্পাসেই ভিন্ন কিছু করে দেখিয়েছেন ব্যতিক্রমি কিছু উদ্যোক্তা।
যেখানে, প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ব্যবসার চিন্তা আসা আর সফল হওয়া দুটোই যখন আকাশ কুসুম ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় সেখানে, অসম্ভব কে সম্ভব করেছেন মেহরাব আজাদ সানি এবং সাদ রহমান নামের দু’জন শির্ক্ষাথী।
বর্তমান সময়ে ‘তরুণ উদ্যোক্তা হিসেবে যখন অর্থায়নই বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসে দাঁড়ায়’ তখন সেই চ্যালেঞ্জকেই মোকাবিলা করে প্রতিষ্ঠা করেছেন নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত লাইব্রেরি ক্যাফে নামক প্রতিষ্ঠান ।
এ নিয়ে তরুণ উদ্যোক্তা মেহরাব আজাদ সানি বলেন, ইউনিভার্সিটিতে ভর্তির পর থেকেই ইচ্ছে ছিল ইউনিভার্সিটি কেন্দ্রিক কোনো ব্যবসার সঙ্গে জড়িত হওয়া। এই উদ্দেশে আমরা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির আশেপাশে ব্যবসার সুযোগের সন্ধান করতে থাকি। সন্ধান করতে গিয়ে জানতে পারি ইউনিভার্সিটির লাইব্রেরিতে একটি ক্যাফে হবে যেটি পরিচালনা করবে ইউনিভার্সিটির শিক্ষাথীরা।
এ তথ্য জানার পর, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের প্রপোজাল লেটার দেই। এবং আমাদের সঙ্গে অনেকেই প্রপোজাল লেটার দেয় এবং এক পর্যায়ে কর্তৃপক্ষ আমাদের কথা এবং কাজে সম্মত হয় এবং আমাদের সঙ্গে চুক্তি বদ্ধ হয়।
তবে, তরুণ উদ্যোক্তা হিসেবে সর্ব প্রথমেই অর্থায়নই বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে কিন্তু থেমে যাইনি।
নিজের জমাকৃত সর্বশেষ অর্থ দিয়ে ব্যবসায় নেমে যাই।
গল্পের শুরু নিয়ে সাদ রহমান বলেন, কোনো কিছু শুরুর গল্পটা কখনো সহজ হয় না, এটাও ব্যতিক্রম না। আমার পরিবার ব্যবসায়ী কেন্দ্রিক। সেই সুবাদে ছোট্ট বেলা থেকে ব্যবসায় অনেক লাভ ও ক্ষতি দেখেছি। তাই অনেক আগে থেকেই নিজে কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু কখনো সাহস পাইনি। ইউনিভার্সিটিতে ভর্তির পর থেকেই নিজের ভেতরে তারণা কাজ করছিল কিছু একটা করতে হবে। আর রেস্টুরেন্ট ব্যবসার প্রতি ঝোঁক আমার আগে থেকেই সেই জন্যই পড়াশোনাও করছি টু্রিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে।
পরবর্তীতে যখন কিছু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে লাইব্রেরি ক্যাফের সংবাদ পাই, নিজেকে এক মুহূর্তের জন্যও আর দমাইনি। নেমে যাই স্বপ্ন পূরণের লক্ষ্যে। শুরুর দিকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে— কিন্তু নিরাশ হইনি।
আমাদের দুইজনেরি অনেক সময় এবং ত্যাগের ফলাফল আজকের ‘লাইব্রেরি ক্যাফে’।
তিনি আরও বলেন, একটু বৃত্তের বাইরে চিন্তা আর চেষ্টা করলেই হয়ত বা সুন্দর-সুন্দর সব দক্ষতা আয়ত্তে আনা সম্ভব। বর্তমানে চাকরির অবস্থা কতটা কঠিন? কমবেশি তা হয়ত আমাদের সবারই জানা। তাই নিজেই ব্যবসা শুরু করতে পারলে, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন।
আরএ/