ঢাকাপ্রকাশ-এর জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা
বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের নেতৃত্ব দিচ্ছে ‘ঢাকাপ্রকাশ’। ২০২১ সালের পহেলা ডিসেম্বর জন্ম নেওয়া ঢাকাপ্রকাশ পত্রিকা ‘সততায় শক্তি, সুসংবাদিকতায় মুক্তি’ স্লোগানকে বুকে ধারণ করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে একটি বছর পূর্ণ করল ঢাকাপ্রকাশ। গত এক বছরে এর পাঠক পরিবারের সংখ্যা ৭০ লাখের অধিক! এই অর্জনের মূল কুশিলব প্রধান সম্পাদক ও প্রকাশক, শ্রদ্ধেয় গুণীজন জনাব মোস্তফা কামাল এবং উনার টিম।
ঢাকাপ্রকাশ পত্রিকা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানব উন্নয়ন, নারী অধিকার, বৈষম্য দূরীকরণ, দুর্নীতির মুখোশ উন্মোচনে দৃঢ়প্রতিজ্ঞ। ‘ঢাকাপ্রকাশ’ পত্রিকা সততার সঙ্গে প্রান্তিক এবং তৃণমূল পর্যায়ের সমস্যাগুলো তুলে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করিয়ে সমাধানের প্রচেষ্টা করে যাচ্ছে এবং উভয়ের মাঝে সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করছে।
‘ঢাকাপ্রকাশ’ পত্রিকা আরও প্রান্তিক পর্যায়ের মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাক, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আরও বেগবান হোক, তাদের হৃদয়ের ব্যথা-বেদন জাতির সামনে প্রকাশিত হোক। দুর্নীতির শেকড় ছিন্নভিন্ন করে জেগে উঠুক নতুন স্বচ্ছতার সকাল। মজলুম ও মুক্তিকামী মানুষের স্বপ্ন সারথী হয়ে দুর্দান্ত প্রতাপে এগিয়ে যাক ঢাকাপ্রকাশ।
ঢাকাপ্রকাশ হোক নিপীড়িত মানুষের অধিকার আদায়ের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। সত্য অন্বেষণে সাংবাদিকদের সততাই প্রধান শক্তি, যে শক্তির বলিয়ানে মিথ্যা হবে পরাজিত, সত্য পাবে মুক্তি। সত্যের সেই মুক্তির পথ তৈরি হয়েছে ঢাকাপ্রকাশ-এর সুসংবাদিকতায়।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাপ্রকাশ-এর জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা রইল। ঢাকাপ্রকাশ-এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং পাঠক পরিবারের প্রতি আমার শুভেচ্ছা, শুভকামনা রইল। এগিয়ে যাক ঢাকাপ্রকাশ। ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে ঢাকাপ্রকাশ-এর মূল স্লোগান ‘সততাই শক্তি, সুসংবাদিকতায় মুক্তি’। জয়ন্তু ‘ঢাকাপ্রকাশ’।
লেখক: মাঈন উদ্দীন, কুষ্টিয়া
আরএ/