মামুন আজাদের কবিতা ‘প্রণয় কাব্য’
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
প্রণয় কাব্য-৪
উৎসর্গ: বন্ধু নাজমা সুলতানা টগর
দিয়েছে গায়ে হলুদ
হাতে মুখে পায়
কে বা দ্যাখে সখি আমার চোখের জল
আমার প্রাণ যে যায়।
কালই পরাবে তারা
লাল বেনারসি শাড়ি
আমি কি যেতে চাই বন্ধু
কোন সে অচেনা বাড়ি।
না হয় বলেছিলাম বেশি কথা
রাগে, অভিমানে
মনে আমার কি ছিল;
আমি আর আল্লাই তা জানে।
তুমি কি আসবে না?
একবার আসো না !
দাও হাত ধরে টান
তোমার কি কিছুই আসে যায় না
যায় যদিবা আমার প্রাণ !
প্রনয় কাব্য-৫
উৎসর্গ: কবি শ্যামলী বেগম
সবায় যখন ঘুমিয়ে ঘোরে
দিবাস্বপ্নে বিভোর হয়ে
দাঁড়িয়ে ছিলে ব্যালকনিতে
আমিও ছিলাম চেয়ে
স্মৃতি অমলিন!
বোশেখ মাসের উনিশ তারিখ
দুপুর বেলার দিন।
তুমিও তো বালিকা ছিলে
আমার মতো ষোল
প্রাচীর ঘেষা কৃষ্ণচূড়া
তপ্ত হাওয়া, রোদ উড়িয়ে
রঙিন আলোর মেঘ ছড়িয়ে
কি জানি কি হলো
আমার কি জানি কি হলো।
তখন থেকেই নিয়মিত
গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো
বর্ষা গিয়ে শরৎ
হেমন্তের ঐ সোনা রোদে
স্বর্ন মেখে ব্যালকনিতে।
আমার কি আর এত সাহস
মনের কথা বলার
চোখের দেখার শান্তি ছিল
শব্দ তোমার কথার।
টকটকে কি ফর্সা ছিলে
কৃষ্ণ শ্যামা কালো
কি যায় আসে এসব কথায়
প্রথম প্রেমের নাগর দোলায়
বেসে ছিলাম ভালো।
বেশ বুঝেছি আমার মতো
আরো ছিল আনাগোনা
তারাও সব, দাঁড়িয়ে বসে
সন্ধা বিকেল তোমায় নিয়ে
তপ্ত হাওয়ায় রোদ উড়িয়ে
রঙিন আলোর মেঘ ছড়িয়ে
হৃদয়টাকে জমা দিয়ে
স্বপ্ন দেখে তোমায় নিয়ে
তোমায় নিয়ে।
এসব কথায় লাভ কি এখন
খাতায় ভরে অংক কষে
দিন তো কেটে অনেক গেলো
বেশ তো আছি ছেলেমেয়ে
সুন্দরী বউ ছাদের তলে।
তবু কেন চিনচিনে এই
মিষ্টি ব্যাথায় বিবশ হয়ে
হিসাব মিলায় একলা বসে
হিসাব মিলায়
হিসাব মিলায় একলা বসে।
প্রণয় কাব্য-৬
উৎসর্গ: বন্ধু ফেরদৌসি রেজা
হৃদয় ছিল তোমার কাছে
পুরোপুরি বাঁধা
আমি আয়ান,কৃষ্ণ নই
তুমিই আমার রাধা।
সেইতো কবে কাহ্নপা
লিখলো আমার ব্যথা
হাজার বছর গেল চলে
সত্যি কথা কে বা বলে;
আমায় দিয়ে অপবাদ
তুমি হলে সাদা,
আমি আয়ান, কৃষ্ণ নই
তুমিই আমার রাধা।
কৃষ্ণতো 'দেব' ছিল
হয় কি কারো একা
তবে কেন এমনতরো
বুকফাটিয়ে কাঁদা !
কে গো আছো কবিগন
নতুন করে লেখ
আমার রাধা আমারই
এ কথাটা বলো।
আমার হৃদয় তোমার ছিল
তোমার কাছেতেই বাঁধা
আমি আয়ান, কৃষ্ণ নই
তুমিই আমার রাধা।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)