এগিয়ে চলতে ঢাকাপ্রকাশকে কিছু পরামর্শ
ঢাকাপ্রকাশ নিঃসন্দেহে বর্তমানে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে তার বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের মাধ্যমে। আমি শুধু সফলতার কথা বলব না, বলব কী কী করলে ঢাকাপ্রকাশ ১৭ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে?
১. দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে সত্যি নিউজটা প্রকাশ করতে হবে। আক্রোশ বা হিংসার বশবর্তী হয়ে কখনো যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নিয়ে নেগেটিভ নিউজ করা না হয়।
২. সংবাদমাধ্যম একজন ব্যক্তিকে রাতারাতি বিখ্যাত, আবার রাতারাতি অখ্যাত করতে পারে এটা খেয়াল রাখতে হবে।
৩. দেশীয় সংস্কৃতির বিকাশে সহায়ক সংবাদ প্রকাশ করতে হবে।
৪. ছোটদের কবিতা বা গল্প প্রকাশ করতে হবে।
৫. ধর্মীয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিদের সম্পাদকীয় কলাম মাঝে মাঝে প্রকাশ করা যেতে পারে।
৬. খেলাধুলা, রান্নাবান্না, পড়ালেখার টিপস প্রকাশ করা।
৭. কার্টুনিস্ট তৈরি করে বাস্তব জগৎ ও আইসিটি, বিজ্ঞান বিষয়ক সংবাদ দিতে পারেন।
৮. সর্বশেষে বলব, চাকরির খবর, স্বাস্থ্য বিষয়ক টিপস, মাঝে মাঝে বিভিন্ন বিখ্যাত জায়গাগুলোর খবর, দেশে ঘটে যাওয়া দৈনিক সমস্যা, যেমন, চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, সাইবার অপরাধ, সড়ক দুর্ঘটনা রোধ, বেকারের সংখ্যা বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ক সম্পাদকীয় কলাম প্রকাশ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাপ্রকাশের প্রতি রইল দোয়া ও আশীর্বাদ। আমার বিশ্বাস খুব শিগগিরই ঢাকাপ্রকাশ দেশের গণমাধ্যমগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করবে।
লেখক: টিপু সুলতান, যশোর
আরএ/