সবসময় জনগণের পক্ষে থাকুক ঢাকাপ্রকাশ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি ঢাকাপ্রকাশ-এর সাংবাদিক ভাই-বোনদের ও যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ঢাকাপ্রকাশ-এর পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকাপ্রকাশ বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি সংবাদমাধ্যম। এটা এজন্য যে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ঢাকাপ্রকাশ সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে আসছে।
লক্ষ্য করেছি, কোনো রকম পক্ষপাতিত্ব না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে ঢাকাপ্রকাশ। সংবাদমাধ্যমটির সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়টি উল্লেখ করার মতো। সময়ের সঙ্গে যেসব অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়, সেসব পাঠ করে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। ঢাকাপ্রকাশ-এর ছবির তুলনায় সংবাদ প্রকাশকে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। ঢাকাপ্রকাশ-এর এ বৈশিষ্ট্য আমার ভালো লাগে। ঢাকাপ্রকাশ-এ তুলনামূলক বেশি খবর প্রকাশিত হয়।
ঢাকাপ্রকাশ দেশ ও জনগণের এবং জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ঢাকাপ্রকাশ-এর অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। ঢাকাপ্রকাশ নতুনত্ব দিকগুলো আগামীতে তুলে ধরবে। এ সব কারণে আমি ঢাকাপ্রকাশ নিয়মিত পড়ি।
প্রতিষ্ঠার পর থেকে ঢাকাপ্রকাশ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়ে আসছে। আগামী দিনেও ঢাকাপ্রকাশ দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে— এমন প্রত্যাশা রইল।
আমি ঢাকাপ্রকাশ-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
লেখক: সমাজকর্মী
আরএ/