ভালোবাসা ও বিশ্বস্ততায় ২য় বর্ষে পদার্পণ
সংবাদপত্রকে বলা হয় সমাজ ও রাষ্ট্রের যুগান্তকারী গণমাধ্যম। নিরপেক্ষ, যৌক্তিক ও সত্য প্রকাশে আপোষহীন বস্তুনিষ্ঠ স্বচ্ছ দর্পণ। যেথায় প্রতিফলিত হয় সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থার আলোচিত প্রতিচ্ছবি। সমালোচিত হয় নাগরিকদের অধিকার ও সমসাময়িক কার্যকলাপ। ২০২১ সালের ১ ডিসেম্বর তেমনই কিছু ঘটনাবহুল বিষয় নিয়ে সত্য সংবাদের প্রজ্জ্বলিত আলোক ঝাণ্ডা উঁচিয়ে আত্মপ্রকাশ করে দেশের স্বনামধন্য ও পাঠকনন্দিত অনলাইন পত্রিকা ‘ঢাকাপ্রকাশ’। সুস্থ সংবাদ, বিবর্ণ ঘটনাপ্রবাহের ক্ষুরধার বর্ণনা ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ১ম বছর পেরিয়ে আগামী ১ ডিসেম্বর সফলতা ও অর্জনের ২য় বছরে পদার্পণ করবে পত্রিকাটি।
পত্রিকা প্রকাশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার কারওয়ানবাজারের ৯৩, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ষষ্ঠ তলা থেকে প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামালের হাত ধরে প্রকাশিত হয় দেশের অন্যতম পাঠক নন্দিত পত্রিকা ‘ঢাকাপ্রকাশ’। বর্তমানে পত্রিকাটি তার সত্য, বস্তুনিষ্ঠ, তেজস্বী, অধিকার আদায়ী লেখনীর মাধ্যমে দেশের শান্তি প্রিয় সাধারণ মানুষদের বঞ্চনার ইতিহাস, খর্বকৃত আর্থসামাজিক অধিকার, রাজনৈতিক উত্থান-পতনের চক্রাকার আবর্তন ও নানাবিধ নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান দিচ্ছে কলমের প্রতিটি আঁচড়ে— পত্রিকা পৃষ্ঠের পরতে পরতে।
বঙ্গবন্ধুর আপোষহীন মুক্তিকামী চেতনাকে লালন করে, ধারালো অস্ত্রের মতো দ্বিধাহীন সুতীক্ষ্ণ লেখনীকে ধারণ করে, নির্ভীক চিত্তের কল্যাণময়ী উদ্দীপনায়, আদর্শ জাতি গঠনের উপজীব্যের ভাবনা ধারায়, অপ্রতিরোধ্য বীর যোদ্ধার মতো কলম-যুদ্ধ চালিয়ে যাচ্ছে ঢাকাপ্রকাশ। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক ঘটনাপ্রবাহ তুলে ধরছে গণমানুষের দর্শণ ইন্দ্রিয়ে। প্রকাশ করছে জানা-অজানা সত্যসমূহকে পরিস্ফুটিত তথ্য আকারে। আদর্শ দেশ গঠনের মন্ত্রে বলিয়ান হয়ে সত্য সংবাদের বলিষ্ঠ ঝাণ্ডা উঁচিয়ে ঢাকাপ্রকাশ রেখে চলেছে তার মস্তক উঁচু করা কৃতিত্বপূর্ণ অবদান।
দেশের মেধাবী বুদ্ধিজীবী সচেতনমহল সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখে। কল্পনা পটকে পশ্চাতে ফেলে বর্তমানে পত্রিকার পাতায় নিজস্ব কলামে সমাজ ভাবনার চিত্র আঁকে। আর এ জায়গাটি তৈরি করে দিয়েছে ঢাকাপ্রকাশ তাদের ‘মতামত’ নামক বিশেষ পাতা সংযোজনের মাধ্যমে। সপ্তাহের সাতটি কর্মদিবসেই সুবিন্যস্ত চিন্তন-ক্ষমতা সম্পন্ন এ সব মুক্তমনা লেখকদের লেখা নিয়ে ঢাকাপ্রকাশ প্রকাশ করে তাদের এই বিশেষ পাতা। যেখানে স্থান পায় প্রবীণ মনের নবীন অনুভূতি, আবেগ-ভাবাবেগ ও চিন্তন-চেতনার বিশেষ সমষ্টি। তাইতো দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু করে বর্তমানে সচেতন লেখক ও পাঠকদের কাছেও ঢাকাপ্রকাশ পেয়েছে মর্যাদাপূর্ণ গ্রহণযোগ্যতা— সবার অপরিমেয় নিঃস্বার্থ ভালোবাসা।
ঢাকাপ্রকাশ আজ কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার বিশ্বস্ত দিশারি। মিথ্যার বেসাতিদের রক্তবর্ণ চক্ষুকে উপেক্ষা করে জিঞ্জির ভেদ করা আলোর মশালধারী। যে আলোর রং সত্য, সুন্দর এবং গণমানুষের ভালোবাসায় সিক্ত অনিন্দ্য উপমার সংমিশ্রণ। আর তাই ঐতিহ্য ও সমৃদ্ধির ১ম বছর পেরিয়ে বিশ্বাস ও ভালোবাসার এই জায়গাকে সমুন্নত রেখে ঢাকাপ্রকাশ এগিয়ে চলুক আপন গতিতে— স্বমহিমায় জাতির স্বপ্ন ও স্বার্থকতার পথে। নতুন প্রজন্মের একজন তরুণ লেখক হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটিই প্রত্যাশা। আজকের এই বিশেষ দিনে ঢাকাপ্রকাশ-এর সকল পাঠক, লেখক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।
লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাবেক উপ-প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আরএ/