ঢাকাপ্রকাশ: সাংবাদিকতা জগতের টিউলিপ
‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি’-এই অনিন্দ্যসুন্দর মর্মবাণীটি চেতনায় ধারণ করে ১ ডিসেম্বর ২০২১ যে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের যাত্রার অমোঘ ধ্বনি এদেশের বুকে খচিত হয়েছিলো, হাঁটি হাঁটি পা করে সেই ‘ঢাকাপ্রকাশ’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছে। যেকোনো জাতীয় ইস্যুতে আমরা ঢাকাপ্রকাশ-এর সজীব উপস্থিতি দেখতে পাই। বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে জড়িত সকল দিবসে ঢাকাপ্রকাশ বিশেষ ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে প্রজম্ম থেকে প্রজম্মান্তরে ছড়িয়ে দিচ্ছে চেতনা।
রাজনীতির অঙ্গনে ঢাকাপ্রকাশ-এর এক একটি সাহসী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন চায়ের কাপে উঠাচ্ছে ঝড় এবং পাঠক মহলে তৈরি করছে রাজনৈতিক সচেতনতা। অর্থনীতির অঙ্গনের বিভিন্ন সূচক, শেয়ারবাজারের মূল্যসূচক ওঠানামা, ব্যাংক-বিমা ও শিল্প বাণিজ্যের সর্বশেষ সম্পর্কে আপনি আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন ঢাকাপ্রকাশ-এর চোখ রেখেই। ঢাকাপ্রকাশ যেনো সারাদেশেরই প্রতিচ্ছবি-দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সংবাদ তুলে আনা এবং সেগুলোর অন্তর্নিহিত বিশ্লেষণে ঢাকাপ্রকাশ অনবদ্য।
বিশেষ করে তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এবং তাদের ওয়েবসাইটের ‘ভিজ্যুয়াল মিডিয়া’ সেকশনে বিভিন্ন ঘটনা লাইভে প্রচার করে সবাইকে সরাসরি এবং স্বচক্ষে দেখানোর যে সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে সেটি এদেশীয় অনলাইন সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ করেছে। সারা বিশ্বে যখন যুদ্ধের দামামা বেজেছে, পরাশক্তিগুলোর দ্বন্দ্বে বিশ্ব শান্তি ও মানবতা যখন ভূলণ্ঠিত, তখনো সংবাদ ও সংবাদের নেপথ্যের চিত্রের দৃশ্যমান অবতারণা হয় ঢাকাপ্রকাশ-এর বুকে। বাংলাদেশের সকল জনপ্রিয় খেলা ও ক্রীড়াজগতের মাঠ ও মাঠের বাইরের খবর পাঠকের সামনে তুলে ধরতে ঢাকাপ্রকাশ অতুলনীয়। রঙিন বিনোদন জগতের নানা খবর ও তারকাদের মিথস্ক্রিয়া ঢাকাপ্রকাশ তুলে আনে অত্যন্ত দক্ষতার সঙ্গে। এ ছাড়া, হালের প্রচলিত লাইফস্টাইল, রুচি, ও জীবনের নানা বৈচিত্র্য পাখা মেলে ঢাকাপ্রকাশ-এর পর্দায়।
মহামারি করোনার সর্বশেষ তথ্য এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে সচেতনতা তৈরি করে চলেছে ঢাকাপ্রকাশ। সাহিত্যের জগতে ঢাকাপ্রকাশ-এর অবস্থান যেন সবাইকে ছাড়িয়ে সর্বশীর্ষে। ঢাকা-প্রকাশ-এর স্বনামধন্য দেশি ও বিদেশি লেখকদের উপন্যাস পর্বে বিন্যস্ত করে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, শুধু উপন্যাসই নয়- ছোট গল্প, কবিতা, ছড়া ও প্রবন্ধ প্রকাশের ব্যবস্থা করে পাঠকের নিকট সাহিত্যের সুরভী পৌঁছে দিচ্ছে। এ ছাড়া, প্রতিভার বিকাশে এবং স্বীকৃতিতে অনন্য স্বাক্ষর রেখে চলেছে ঢাকাপ্রকাশ-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ করে।
শিক্ষা সংক্রান্ত সকল খবর যথাসময়ে প্রকাশ করে ঢাকাপ্রকাশ কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে শিক্ষা অনুরাগী পাঠক সমাজকে। ঢাকা-প্রকাশ-এর রয়েছে একটি সুবিন্যস্ত মতামত সেকশন যেখানে প্রকাশিত বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন আঙ্গিকে জ্ঞানগর্ভ আলোচনা ও তীক্ষ্ম বিশ্লেষণ মনোজগতকে করে সমৃদ্ধ এবং উম্মোচন করে নতুন সম্ভাবনার দুয়ার। সবকিছু ছাপিয়ে ঢাকাপ্রকাশ-এর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এর প্রধান সম্পাদক ও প্রকাশকের নেতৃত্বে কাজ করে যাওয়া একদল অদম্য, উদ্যমী, কর্মঠ এবং আন্তরিক সংবাদকর্মী যাদের চোখে আকাশ ছোঁয়ার প্রত্যয়- এই প্রত্যয় সততা ও নিষ্ঠার মাধ্যমে সুসাংবাদিকতার একটি অনুপম চিত্রপট তৈরি করার।
আজকের শিশু-কিশোর এবং তরুণরাই উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম প্রভাবক, তাই তাদের সৃজনশীল প্রতিভা যেমন-সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, বক্তৃতা, চিত্রকলা ইত্যাদি সারাদেশের সামনে তুলে ধরার জন্য ‘ভিজ্যুয়াল মিডিয়া’ সেকশনের মত একটি সেকশন ঢাকা-প্রকাশ কর্তৃপক্ষ উম্মুক্ত করে গণমানুষের আরও আপন সংবাদ মাধ্যমে পরিণত হবে এই প্রত্যাশা।
একটি বাগানে দেখবেন দেশি-বিদেশি অনেক নতুন ফুলের কুঁড়ি ফুটলেও সবচেয়ে সৌন্দর্য বর্ধন করে টিউলিপ ফুলের কুঁড়ি, ঢাকাপ্রকাশ সাংবাদিকতার ফুলের বাগানে টিউলিপ ফুলের কুঁড়ির মতোই ফুটেছে, আশা করি ঢাকাপ্রকাশ ভবিষ্যতে পরিণত টিউলিপের মতোই সৌন্দর্য বিকশিত করবে।
লেখক: বিবিএ এমবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ৩নং ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন, বরিশাল