পাঠকের কবিতা
আমি প্রবাসী
আমি প্রবাসী
দেবব্রত ঘোষ
অন্তরে মোর রুক্ষ মরু, চোখে ধূসর মরীচিকা,
অস্থির সংশয় মনে, সবখানে দেখি অগ্নি বিভীষিকা।
সারাক্ষণ জ্বলি মরণ ক্ষুধায়, না আছে বস্ত্র গায়,
তাই যে আমি হয়েছি প্রবাসী, না পেয়ে উপায়।।
চাকরি যেন সোনার হরিণ কভু দেখা নাহি পায়
যদিও জোটে, কম বেতনে কিছু সঞ্চয় না যায়।
কাজে খাটি বেগার বেশি, না আছে পুরষ্কার
মালিক বেটা আসে ধেয়ে লয়ে তিরষ্কার।।
বঞ্চিত অশান্ত হৃদয় কাঁদে নিরাশায়,
দেখি সম্পদের পাহাড় গড়ে প্রবাসী পাড়ায়।
আসে বন্যা, খরা, নদী ভাঙন কভু নাহি যায়,
তাই বাধ্য হয়ে হয়েছি প্রবাসী, হয়ে নিরুপায়।।
জনজীবন এলোমেলো, পায় না নিরাপত্তা
সাজা পেতে দেখি অনেকের, না করেও হত্যা।
সংশয়ে মন বেজায় ভারী কোন জালে যে ফাঁসায়
ঠকবাজেরা মেতেছে আজ মানব পাচারের নেশায়।।
মিষ্টি কথায় দালাল বেটা দেখায় স্বপ্নলোক
লোভের বশে মন মজে পায় ধাঁধাঁর গোলক।
বাধ্য করে, উচ্চ ব্যয়ে যাবার সিদ্ধান্ত
ঋণে পড়ে, জমি বেচে হই সর্বশান্ত।।
খেয়েছি ধরা, পেয়েছি টের
জেনেছি তথ্য, শিখেছি ঢেড়।
কাজ ও ভাষা শিখে, দক্ষ হয়ে যাই বিদেশ
বৈধ পথে অর্থ এনে গড়ি সোনার বাংলাদেশ।।
প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়েছি, এজেন্সি দিয়েছে ভিসা
লাভ ক্ষতির হিসাব করে পেয়েছি সঠিক দিশা ।
জেনে বুঝে নিয়েছি সিদ্ধান্ত, নেই তো অন্তরায়
ঠিক সময়ে হয়েছি প্রবাসী, জেনে সহজ উপায়।।
কাজ করি নিয়ম মেনে, আছে যা চুক্তিতে
বেতন ভাতা বোনাস পেয়ে, কাটে দিন তৃপ্তিতে
মেয়াদ শেষে আসি দেশে বয়ে আনি সম্মান
পাঠিয়ে রেমিট্যান্স ব্যাংকে রাখি দেশের মান।।