পাঠকের কবিতা
কল্পনার পরিধি
কল্পনার পরিধি
মো. সাকীল খান
তোমার চোখে স্বপ্ন দেখার অপরিমেয় আনন্দে বিচরণ
বিজলির চমকে মায়াবী অবয়বে সৌন্দর্যের আলোড়ন
কল্পনার পরিধির অকুণ্ঠ আলাপনে মনের বিচ্ছুরণ
তোমায় কাছে পাবার আকুলতার শৈল্পিক আচ্ছাদন।
পাখির অবয়বে তোমার চারিপাশের আকষ্মিক বিচরণ
জাগতিক হিসেবের প্রেমময় স্মৃতির সুমধুর আস্বাদন
কল্পনার পরিধি সীমানা ছাড়িয়ে হৃদ মন্দিরে বিচরণ
স্বপ্নীল সন্ধ্যার বর্ণিল আলোতে প্রেমময় বিচ্ছুরণ।
দুর্বাঘাসে জমা শিশিরের নৈসর্গিক সৌন্দর্য অবলোকন
স্পর্শিত হওয়া ঠোঁটের অনুভূতির আবেশিত প্রকম্পন
কল্পনার পরিধিতে বন্দীত্বের বেড়াজালে আড়ষ্ট প্রহসন
শৈল্পিক আচ্ছাদনে মিশে যাওয়া হৃদয়ের রক্তক্ষরণ।