স্বীকৃতি
অফিসের বসের রুমে ঢুকলেন জমির সাহেব। অফিসের বস জলিল সাহেব জমির সাহেবের কাছে মাঝে মাঝে না বলে অফিসে অনুপস্থিতির কারণ জানতে চাইলেন।
জমির সাহেব বললেন, স্যার আজ আর না বলে পারছি না ! অনেক দিনই তো চেপে গেছি! কিভাবে যে বলি!!
স্যার আজকে আমার দ্বিতীয় পরিবার অফিসে হাজির হবে!! এতদিন বাসা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। স্যার আজ একটু ম্যানেজ করেন। আমি বড় বিপদগ্রস্ত!
আপনার দ্বিতীয় পরিবার! বলে বিস্ময় প্রকাশ করল জলিল সাহেব। আগে তো কখনো বলেননি!
কথা বলতে বলতেই এক মহিলা অফিসে হাজির। মহিলা বলল, স্যার উনি আমাকে গোপনে নিকা করেছে। এখন স্বীকার করে না আর ভরণপোষণও দেয় না। যখন মন চায় তখন শুধু আমার ঘরে যায়।
তুই! জিজ্ঞেস করল জলিল সাহেব। স্যার একে চিনেন? বলল জমির। আরে চিনি মানে এর মা তো আমার বাসায় দীর্ঘদিন কাজ করত!