কবিতা
উপুড় করা দুপুর
কৃষ্ণচূড়া মনে করে যে গাছ লালন করেছি
তা আজ সোনালু ফুল হয়ে গেছে।
স্বপ্নের ঘুড়ি উড়িয়ে দিয়েছিলাম নীলিমা আকাশে
হঠাৎ নাটাইয়ের সূতা ছিঁড়ে উধাও আমার স্বপ্ন।
আদরের ময়না পাখিটাও সকাল সকাল বলে
আর ডাকে না
আসলে সেও পাতি শালিক হয়ে গেছে।
রংধনু ধরবো বলে আলোর গতিতে ছুটেছি একদিন
অবশেষে খালি হাতে শুভ্র মেঘ ধরে নিয়ে এসেছি।
যাকে আমি বর্ণমালা শিখিয়েছি
সে এখন আমাকে শাসন করে,বক্ররেখা শেখায়
যাকে আমি দিয়েছি দিব্যজ্যাতি
সে আমাকে দীক্ষা দেয় " সূর্য পৃথিবীর উপুড়-নিচে ঘোরে "
যে পথে প্রতিদিন বাড়ি ফিরেছি
আজ সে পথ ভাঙ্গা জঙ্গলময়
আজ বাংলাদেশে দেখিনা কোন মানচিত্র
শুধু উল্টো বর্ণে আঁকা ছেঁড়া পাঞ্জাবি।
আমি সবকিছু ছেড়ে আসা লোক
আমি মৃত্যুকেও ভয় পাই না।
সানজীদ সকাল
ধানমন্ডি/ ঢাকা
২/৭/২০২২