পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ পার্থর
আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থগুলো যেন ফেরত আনা হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নিষিদ্ধ করা হচ্ছে নাকি নিষিদ্ধ করা হবে সেটা মুখ্য না। একটা ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে নাকি হাইকোর্ট থেকে কোনো আদেশের মাধ্যমে হবে সেটি পরের ব্যাপার। কিন্তু সেই প্রক্রিয়াটা আরম্ভ হওয়া উচিত।
তিনি আরও বলেন, আমি বলেছি আপনারা এমন কোনো সংস্কার হাতে নেবেন না, যেটা গণতান্ত্রিক সরকারের নেওয়া উচিত। আপনাদের সংস্কারগুলো নির্বাচনমুখী সংস্কার হলে ভালো হবে। বাকি প্রস্তাব থাকতেই পারে, যেগুলো হয়তো পরবর্তী সরকার করবে। মনে রাখতে হবে এটা জনগণের সরকার। কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার না।
পার্থ বলেন, আওয়ামী লীগ ৩টি অবৈধ নির্বাচন করেছিল সেই বিষয়ে কোনো স্টেপ নেওয়া যায় কিনা আমরা সেই ব্যাপারে বলেছি। দ্রব্যমূল্যের দাম অলরেডি মানুষের নাগালে বাইরে চলে গেছে।