অভিমানে সংসদে নিজেকে ১০ মিনিট বিরত রাখলেন লতিফ সিদ্দিকী
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ১০ মিনিট সময় দেওয়াকে উপহাস বলে অভিযোগ করলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র এই সংসদ সদস্য সময় কম দেওয়ায় সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন। তার ভাষায়, আলোচনার জন্য মাত্র ১০ মিনিট সময় বরাদ্দ করা ‘উপহাস’ ছাড়া আর কিছু নয়।
সোমবার সন্ধ্যায় যখন এ ঘটনা, তখন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল। সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেদৌরা আহমেদ সালামের বক্তব্যের পর লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ফ্লোর দেওয়া হয়।
ফ্লোর পেয়ে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “উচ্চাসনে যারা বসেন, তাদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি মাননীয় স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না।
‘তাই যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।”
এর পরপরই নিজের আসন থেকে উঠে অধিবেশন থেকে বেরিয়ে যান লতিফ সিদ্দিকী। দশ মিনিট পর আবার সংসদের কার্যক্রমে যোগ দেন।
২০১৪ সালে বিতর্কিত মন্তব্যের জেরে মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন। এরপর সংসদ সদস্য পদ ছাড়তে তিনি বাধ্য হন।
এবার টাঙ্গাইল-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আবার সংসদে ফিরেছেন প্রবীণ এই রাজনীতিবিদ।