ভোটের দিন বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
ছবি: সংগৃহীত
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
শনিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গতকাল (শুক্রবার) রাতে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আমরা আগেই বলেছি, এ রকম নানা নাশকতার ঘটনা ঘটছে। এ নাশকতাগুলো কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সরকার নানা রকম ষড়যন্ত্র করছে এবং তার দায় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ সরকারের পদত্যাগ এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, মানুষের ভোটের অধিকারের দাবি ইতোমধ্যে একটি গণদাবিতে পরিণত হয়েছে। আগামীকাল মানুষ ভোট দিতে যাবে না। মানুষ এ ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।