প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন হিরো আলম
ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। কিন্তু প্রার্থিতা ফিরে পেয়েও এবার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
রোববার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর এর তিন দিন পর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল ( ১৭ ডিসেম্বর, রবিবার) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন ডেকেছেন হিরো আলম ।
গতকাল (শুক্রবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি ।
এর আগে গত ৩ ডিসেম্বর হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে তার পক্ষে রায় দেয় নির্বাচন কমিশন।
বাংলাদেশ কংগ্রেস টিকেটে নির্বাচনে দাঁড়িয়েছেন আশরাফুল হোসেন। এই দলের নেতৃত্বাধীন জাতীয় জোটের ছয় দলের মধ্যে আছে গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি।