মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদা জিয়ার উপদেষ্টা 'সুখন'
ছবি:সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এস এ কে একরামুজ্জামান সুখন নিজেই মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে সশরীরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে উপস্থিত হয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের একটি মামলায় জামিন নেন তিনি।
এ সময় এস এ কে একরামুজ্জামানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবেদ উল্লাহ ও রাষ্ট্রপক্ষের এপিপি নাজমুল হক উপস্থিত ছিলেন। মামলার শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ রাকিবুল হাসান রকি তার জামিনের আদেশ প্রদান করেন।
এস এ কে একরামুজ্জামান সুখন বলেন, ‘আজকে আমার জামিনের তারিখ ছিল, আল্লাহর রহমতে জামিন পেয়েছি। আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, এটি একটি প্রাথমিক কাজ। নির্বাচনের ব্যাপারে আরেকটু শান্ত হয়ে চিন্তা করে খুব শিগগিরই জানাব। কিছু কিছু সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নিতে হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সরকারকে একা খেলতে দেওয়া উচিত হবে না। আমি যে আদর্শ লালন করি সেই চিন্তা থেকে মনে করি, আমি ২০ বছর ধরে যেখানে কাজ করছি সেখানকার মানুষের জন্যই আমার নির্বাচনে যাওয়া উচিত।’
উল্লেখ্য, ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন এস এ কে একরামুজ্জামান। তবে এর আগেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কুলা’ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন একরামুজ্জামান।