'গণসংগ্রামের পথে সরকারকে বিদায় দেওয়া ছাড়া বিকল্প থাকবে না'
সময় শেষ হয়ে যাবার আগেই দম্ভ ও জেদ পরিহার করে সংকট উত্তরণের দুই ইস্যুতে সরকারকে বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণসংগ্রামের পথে সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জনগণ ও বিরোধী দলের অন্য কোন বিকল্প থাকবে না। কারণ সরকার ও সরকারি দল হিংসা, বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো কে তাদের রাজনীতির প্রধান উপজীব্য করে তুলেছে।
শনিবার (৬ মে) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, সরকারি দলের নেতারা বিরোধী রাজনৈতিক দল ও তাদের শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তাদের লক্ষ্য চলমান আন্দোলনের প্রধান দাবি- নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিকে এড়িয়ে যেয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।
সভার প্রস্তাবে গণআন্দোলনের বিজয় নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্য আরও জোরদার করার আহবান জানানো হয়। সভার প্রস্তাবে আগামী ১২ মে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ সফল করার ডাক দেওয়া হয়।
সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন। সভার শুরুতে প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
/এএস