৪ মার্চ বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি গণতন্ত্র মঞ্চের
রাজধানী ঢাকাসহ দেশের সকল মেট্রোপলিটন শহরে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।
আগামী শনিবার (৪ মার্চ) সারা দেশে শিক্ষাঙ্গনে সরকারি সন্ত্রাস, বিরোধী মতের রাজনৈতিক নেতাদেরকে দমন-পীড়ন ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে সকল মেট্রোপলিটন শহরে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ ঘোষিত ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
গণতন্ত্র মঞ্চ আশা করে এই সময়ে আন্দোলনকারী সকল সংগঠন একই কর্মসূচিতে মাঠে থাকবেন। এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আগামী শনিবার ৪ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত পদযাত্রা। একইসঙ্গে সারা দেশের সকল মেট্রোপলিটন শহরে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ।
এমএইচ/এমএমএ/