সারাদেশে পদযাত্রা-গণসংযোগ করবে গণতন্ত্র মঞ্চ
ঢাকাসহ সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ১১ ফেব্রুয়ারি এ কর্মসূচি করবে তারা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়র্কার্স সম্পাদক সাইফুল হক এ কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বর্তমান সরকারের পদত্যাগ দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র মঞ্চ সারাদেশে ১১ ফেব্রুয়ারি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। ঐদিন মিরপুর ১২ নম্বরে গণতন্ত্র মঞ্চ গণসংযোগ কার্যক্রম করে পরবর্তীতে একই দিন ফার্মগেট, শাহবাগ, পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে।
সাইফুল হক বলেন, অতি অল্প সময়ের মধ্যে বিএনপিসহ সমমান্না বিরোধী রাজনৈতিক দলগুলো এক দফা দাবিতে যৌথ ঘোষণার মধ্য দিয়ে যুগপৎ আন্দোলন কর্মসূচিতে রাজপথে নামবে। সরকার যদি সোজা পথে না হাটে সেক্ষেত্রে গণজাগরণ জোরদার করে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই সরকারকে গলায় গামছা পেঁচিয়ে বিদায় করা হবে। কারণ এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই ক্ষমতায় থাকার। তাই আগামী কয়েক মাসের মধ্যেই এই সরকারকে বিদায় নিতে হবে।
আরএ/