বিক্ষোভ সমাবেশে অংশ নেয়নি গণ-অধিকার পরিষদ
সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ১৪ দফা কর্মসূচি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী এই জোটের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে জোটের শরিক দল নুরুল হক নুরের নেতৃত্বধীন গণ-অধিকার পরিষদের কেউ অংশ নেয়নি।
বিক্ষোভ সমাবেশে অংশ না নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, কিছু বিষয় নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের নাটাপোড়ন আছে। এই কারণে আমরা যোগ দেয়নি। আপনি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন রাশেদ খান।
পরে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, গত ১১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনের অনুষ্ঠিত হওয়া গণতন্ত্র মঞ্চের গণ-অবস্থান কর্মসূচিতে নুরুল হক নুরের সমাসরি যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। সেটা মঞ্চের অন্য নেতাদেরও জানানো হয়েছিল।
আমি সেই প্রোগ্রামে দলের প্রতিনিধি হিসিবে উপস্থিত এই হয়ে মঞ্চের অন্য নেতাদের জানিয়ে ছিলামও, কিন্তু সেই দিনে অনেকটা তড়িঘড়ি করে প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়। যার ফলে নুর বক্তব্য দিতে পারেনি।
রাশেদ আরও বলেন, ১১ তারিখের বিষয়টি নিয়ে আমাদের দলের বৈঠক হয়, সেখানে এই বিষয়ে সবাই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান। যার কারণে আজকের প্রোগ্রামে আমরা অংশ নেয়নি। বিষয়টি আমরা মঞ্চের নেতা আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না ও জোনায়েদ সাকিকে জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হবে।
বিএনপির সঙ্গে গণ-অধিকার পরিষদের সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে রাশেদ খান বলেন, বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদুর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা যুগপৎ আন্দোলনেও আছি। গণতন্ত্র মঞ্চের সঙ্গেও আছি।
গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশে থেকে নতুন কর্মসূচি হিসেবে আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্যে দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়ক আবুল হোসেন রুবেল, বাংলাদেমের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নাগরিক ঐক্যের স্থায়ী কমিটির সদস্য মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাওসার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি কেএম জাভেদ প্রমুখ।
এমএইচ/এমএমএ/