‘আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে’
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবি এবং ১০ দফা আদায়ের লক্ষ্যে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে ১২ দলীয় জোট।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন রাস্তায় গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ইসলামী ঐক্য জোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম।
গণঅবস্থান কর্মসূচিতে জোট নেতারা অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন বেগবান করার জন্য রাজপথে সবাইকে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।
তারা বলেন, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে।
গণঅবস্থান কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা সদরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এসজি